প্রথম স্কুলের যাত্রা শুরু হয় 2021 সালের October মাস থেকে। শুরুটা ৫০০৳ চেয়ার টেবিলে হলেও, এখন আপনাদের অনেকের কাছে এইটা স্বপ্নের সমান। প্রথম স্কুল শুরু থেকেই চেষ্টা করছে কিভাবে সারা বাংলাদেশের ইয়াং জেনারেশনদেরকে প্রিমিয়াম স্কিলগুলো ফ্রিতেই শেখার মাধ্যমে নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য প্রথম স্কুল একাধিক প্রিমিয়াম স্কিল ফ্রিতে প্রোভাইড করছে এবং আরও কিছু দারুন দারুন কোর্স আসতে চলেছে..
