Our Instructors
Learn From Creative Experts

Noyon Islam
Leading Instructor
আমি একজন উদ্যোক্তা ও প্রথম স্কুলের লিডিং ইন্সট্রাকটর, আমার লক্ষ্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিং, এআই, ব্লগিং এবং ডিজিটাল স্কিলের মাধ্যমে সফল ক্যারিয়ার গড়তে সহায়তা করা। Prothom School প্রতিষ্ঠার মাধ্যমে আমি চেষ্টা করছি, যেন শিক্ষার্থীরা শুধু না শিখে —বরং আত্মবিশ্বাসী হয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে।
আমার যাত্রা শুরু হয়েছিল একজন ফ্রিল্যান্সার হিসেবে, ধীরে ধীরে অর্জিত অভিজ্ঞতা থেকে বুঝেছি কীভাবে একটা ইফেক্টিভ স্কিল মানুষকে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই অভিজ্ঞতাই আমাকে অনুপ্রাণিত করেছে হাজারো শিক্ষার্থীকে গাইড করতে, যাতে তারা ডিজিটাল দুনিয়ায় একটা সুযোগ তৈরি করতে পারে।
আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, ধৈর্য এবং নিয়মিত চর্চার মাধ্যমে প্রত্যেকেই সফল হতে পারে। Prothom School-এ আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করছি—সহজ ভাষায়, ধাপে ধাপে এবং আধুনিক স্টাইলে শেখার মাধ্যমে।

Ranjan Mondal
Leading Instructor & Managing Director
আমি রঞ্জন মণ্ডল, প্রথম স্কুলের লিডিং ইন্সট্রাকটর এবং ম্যানেজিং ডিরেক্টর । আমি ক্যানভা, ক্যাপকাট এবং ডাটা-ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একাধিক কোর্স ক্রিয়েট করেছি। আমার লক্ষ্য হলো তরুণদের খুব সহজ ও প্রয়োগযোগ্য স্কিল শেখানো, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল দুনিয়ায় নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।
প্রথম স্কুলে আমি শুধু একজন ট্রেইনার না , বরং শিক্ষার্থীদের পাশে থেকে তাদের প্র্যাক্টিক্যাল লাইফে শেখা জ্ঞান কাজে লাগাতে সহায়তা করছি। আমি বিশ্বাস করি, সঠিক নির্দেশনা এবং অনুশীলনের মাধ্যমে প্রত্যেকেই ডিজিটাল ক্ষেত্রে সফল হতে পারে।
“স্কিল অর্জনই ক্যারিয়ার গঠনের প্রথম ধাপ, আর সেই যাত্রায় আমি আছি আপনার পাশে।"

Md Billal Hossain
Business Development Manager
আমি মোঃ বিল্লাল হোসেন। প্রথম স্কুলে আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ও বিজনেস কনসাল্টেন্সি রিলেটেড কোর্স পরিচালনা করি।
আমার যাত্রা শুরু হয়েছিল ছোট ছোট প্রজেক্ট থেকে, যেখানে আমি শিখেছি কীভাবে একটি বিজনেস গড়ে ওঠে এবং কোথায় কোথায় মানুষ সাধারণত ভুল করে। সেই অভিজ্ঞতাগুলো আমি এখন শিক্ষার্থীদের সাথে ভাগ করে নিই, যেন তারা সেই ভুলগুলো না করে আরও দ্রুত এগিয়ে যেতে পারে।
আমি বিশ্বাস করি, একজন শিক্ষার্থী যখন শেখা জ্ঞানকে নিজের কাজে ব্যবহার করতে পারে, তখনই আসল সফলতা আসে। তাই আমার ক্লাসে সবসময় বাস্তব উদাহরণ, সহজ ভাষা আর ব্যবহারিক টিপসের ওপর জোর দিই।
“জ্ঞান ভাগ করলে সেটাই সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়।

Md. Shah Alam Talukder
Website Designer
I’m a passionate tech enthusiast working in the digital sector with a focus on web design and PPC marketing. I love building creative, user-friendly websites that not only look beautiful but also deliver real business results. Alongside design, I specialize in running highly targeted PPC campaigns that help brands grow faster and reach the right audience at the right time. My journey in the digital space is driven by curiosity, continuous learning, and the desire to create meaningful online experiences. I believe in combining creativity with data to make every project impactful and result-oriented.